সংবাদসংস্থা মুম্বই: কিছুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন নেহা কক্কর। মেলবোর্নে অনুষ্ঠান করতে গিয়ে প্রায় তিন ঘন্টা পরে সেখানে উপস্থিত হন নেহা কক্কর। শ্রোতাদের অপেক্ষা করিয়ে রাখার ফলে নেহা স্টেজে উঠতেই তাঁর দিকে ধেয়ে আসে 'গো ব্যাক' স্লোগান। দর্শকের রোষের মুখে পড়ে কাঁদতে শুরু করেন নেহা।
এই ঘটনা নেটপাড়ায় ছড়িয়ে পড়তেই কটাক্ষের তির ধেয়ে আসে নেহার দিকে। এবার নিজের সম্পর্কে সাফাই দিয়ে নেহা লেখেন, 'সবাই খালি দেখল যে আমি তিন ঘন্টা দেরি করেছি, কিন্তু এর পেছনে আসল কারণ কি তা জিজ্ঞাসা কেউ করল না। আমি এত কিছু বলতাম না কিন্তু আমার নামে যখন এত কথা উঠছে, তখন আসল ঘটনা সবার সামনে নিয়ে আসা দরকার।'
নেহা লেখেন, 'আপনারা কি জানেন, আমি মেলবোর্নে সম্পূর্ণ বিনামূল্যে অনুষ্ঠান করে এসেছি? অনুষ্ঠানের কর্মকর্তারা আমার এবং সহকারীদের টাকা না দিয়েই চলে গিয়েছিলেন। শুধু তাই নয়, আমাদের জল, খাবার, এমনকী হোটেলের ব্যবস্থাও করেননি তাঁরা। আমার হাজব্যান্ড এবং আমার সহকারীরা ব্যান্ডের বাকি সদস্যদের অর্থ প্রদান করেছে।'
গায়িকা লেখেন, 'এত সমস্যা থাকা সত্ত্বেও আমি কোনওরকম বিশ্রাম না নিয়েই স্টেজে উঠেছি এবং গান গেয়েছি। তখন মাথায় শুধু একটা কথাই ঘুরছিল, দর্শকরা আমার জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে রয়েছেন।'
